অপরাধআইন আদালতআন্তর্জাতিকশ্যামনগরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা-১৭ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য আটক

ইসমাইল হোসেন, শ্যামনগর: সাতক্ষীরা সীমান্তে মাদকবিরোধী কঠোর নজরদারি জোরদারের অংশ হিসেবে নিলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির সদস্যরা ২ ও ৪ ডিসেম্বর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ছয় লক্ষ টাকারও বেশি।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজিব পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৫টার দিকে ১৭ বিজিবির অধীনস্থ বসন্তপুর বিওপি এলাকা লক্ষ্য করে একটি বিশেষ টহল পরিচালনা করা হয়। নায়েব সুবেদার শাহাজান আলীর দিকনির্দেশনায় এবং দেবহাটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মহাসিন গাজীর নেতৃত্বে টহল দলটি বসন্তপুর বেড়িবাঁধ এলাকায় এমবুশ স্থাপন করে। পরে সন্দেহভাজন চোরাকারবারিরা টহল দলের নিকটে এলে জিজ্ঞাসাবাদের জন্য থামানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা দ্রুত পালিয়ে যায় এবং ফেলে রেখে যায় ৬৩১ বোতল ইউন সিরিক্স সিরাপ ও ৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ। ধাওয়া করেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে শাকরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ফিরোজ আহমেদের নেতৃত্বে ভাতশালা সুইজগেট এলাকায় আরও একটি অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ৫২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘উইন সিরিক্স’ সিরাপ উদ্ধার করা হয়। গোপন সূত্রের বরাত দিয়ে তিনি জানান, এসব মাদক আমদানির সাথে কুখ্যাত মাদকচোরাকারবারি মামুন কয়ালের ভাই রফিকুল ইসলাম ওরফে নেদা কয়াল জড়িত। তাদের আটক করতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

লে. কর্নেল শাহরিয়ার রাজিব পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদক নির্মূল করতে বিজিবি বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।” তিনি আরও জানান, আটককৃত সব মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

তিনি বলেন, “নিলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির এহেন সাফল্য যেমন দেশের চোরাচালান প্রতিরোধকে শক্তিশালী করছে, তেমনি মাদকবিরোধী অভিযানের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে।” জনগণের সহযোগিতার মাধ্যমে এ অভিযান আরও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *