অনলাইনআশাশুনিতালারাজনীতিসাতক্ষীরা জেলাসারাবাংলা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রীউলা মাদ্রাসায় দোয়া ও মোনাজাত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে শ্রীউলা কাছিমুল উলুম নূরানী মাদ্রাসায় স্থানীয় আলেম ওলামা ও বাচ্চাদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন অশ্রুসিক্ত কন্ঠে মোনাজাত করে বলেন, হে আল্লাহ দেশের জন্য নিবেদিতপ্রাণ ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তিনি দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছেন, তা আমরা চিরস্মরণীয় মনে রাখি। দেশের এই ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত এই সম্মানী ব্যক্তিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েন না। মহান আল্লাহর দরবারে তার সুস্থতা ও দেশের জনসেবায় পুনরায় সক্রিয় হওয়ার জন্য প্রার্থনা করছি। দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনসেবায় অবতীর্ণ হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাফেজ মাও আঃ জলীল, শ্রীউলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও মুফতি নূর উল্লাহ, সমাজ সেবক মাও কারী ছাইফুল ইসলাম নূরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছাইফুল ইসলাম, বিএনপি নেতা মোঃ রহমত সরদার, শ্রীউলা কাশেমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাও মাহবুবুল হক, আমেরুন নেছা মহিলা মাদ্রাসা প্রিন্সিপাল হাফেজ মাও আব্দুর রব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *