বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সিটি কলেজ জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটি কলেজের ভাইস প্রিন্সিপালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে এম আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রদলের সভাপতি শাহীন, যুগ্ম সম্পাদক আইয়ুব এবং ছাত্রনেতা অর্ঘ।
এ সময় সিটি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম হেদায়েত কবীর হৃদয়, সিনিয়র সহ- সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক নাইমুর রহমান নেতৃত্বাধীন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া মাহফিলকে সফল করেন। এছাড়া পলিটেকনিক ছাত্রদলের নেতা অর্ক ও ওমি দোয়া মাহফিলে অংশ নেন।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, পূর্ণ আরোগ্য এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিটি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মো. হাবিবুল্লাহ।

