বিএনপি উন্নয়নের রাজনীতি করে আর জামায়াত বিশ্বাসঘাতক: কাজী আলাউদ্দীন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে বিজয়ী করতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শেখ এবাদুল ইসলাম, সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপি ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সদস্য সচিব, কালিগঞ্জ উপজেলা বিএনপি মো. আক্তারুজ্জামান বাপ্পি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীনতার যুদ্ধের সময় সনাতন ধর্মাবলম্বীদের নির্মম নির্যাতনের মুখে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছিল।জিয়াউর রহমান ব্যারাক থেকে বেরিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
এছাড়া ১৯৮৬ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম তখন জনগণের সাথে প্রতারণা করে স্বৈরশাসকের নির্বাচন অংশগ্রহণ করেছিল এবং মাত্র ১০টি আসন পেয়েছিল।” বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

