অপরাধআইন আদালতদেবহাটাসাতক্ষীরা জেলা

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন: সভাপতি চন্দ্রকান্ত, সম্পাদক আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলায় দুর্নীতি প্রতিরোধে গতিশীলতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠন করা হয়েছে। শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে গঠিত নতুন এ কমিটি আগামী তিন বছর দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত ২৬ নভেম্বর একপত্রে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সহকারী অধ্যাপক শ্রী চন্দ্রকান্ত মল্লিককে সভাপতি এবং এনজিও কর্মকর্তা আব্দুল্লাহ আল আজাদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। দুজনেই সমাজ সচেতনতা, শিক্ষা ও উন্নয়ন অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

নবগঠিত ৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন- শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. রফিকুল ইসলাম এবং শিক্ষক মো. নজরুল ইসলাম।

এ ছাড়া সদস্য হিসেবে আছেন- বেসরকারি চাকরিজীবী ও স্বেচ্ছাসেবক মো. মেহেদী হাসান সুইট, সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. ওয়ারেছীন কবির রবি, বেসরকারি চাকরিজীবী ও সমাজসেবক মো. শরিফুল ইসলাম, সাংবাদিক, উন্নয়নকর্মী ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. রুহুল আমিন মোড়ল এবং সাংবাদিক ও পল্লী চিকিৎসক আমিরুল ইসলাম।

জানা গেছে, সদস্য নির্বাচনে সামাজিক প্রভাব, সততা, জনসম্পৃক্ততা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততার অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন এ কমিটি ১ ডিসেম্বর ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। কমিটি আগামী তিন বছর ধরে দেবহাটা উপজেলায়-সততা ও নৈতিকতা শিক্ষা, বিদ্যালয়–কলেজে দুর্নীতি বিরোধী ক্লাব সক্রিয়করণ, গণসচেতনতা সৃষ্টিমূলক কর্মসূচি, বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ঝুঁকি মূল্যায়ন ও সাধারণ নাগরিকদের মাঝে অভিযোগ দাখিল প্রক্রিয়া সহজীকরণ ইত্যাদি বিষয়ে কাজ করবে।

দুদকের নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি অনুমোদনের পরই সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অবহিত করা হয়েছে।

স্থানীয়রা জানান- নতুন কমিটির কার্যক্রম দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ যাত্রাকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *