অনলাইনখেলাধূলারাজনীতিসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান।

টুর্নামেন্টে শহর ছাত্রশিবিরের সেক্রেটারিয়েটদের নিয়ে আট দলীয় নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে একপক্ষে ছিলেন শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, আর অপর পক্ষে গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন ও প্রচার সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ।

রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন হন সেক্রেটারি মেহেদী হাসানের দল এবং রানার্সআপ হয় গবেষণা সম্পাদক আফজাল হোসেনের দল। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি ড. মুফতি আক্তারুজ্জামান বলেন, এ ধরনের সুস্থ প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসনীয়।”
সভাপতি মুহা আল মামুন বলেন, “আমরা সকলের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই এমন আয়োজন করে থাকি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *