সাতক্ষীরার সীমান্ত থেকে ৮ লাখ ৩৭ হাজার টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার ভারতীয় পান্স মদ, ঔষধ ও শাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
বুধবার (০৩ ডিসেম্বর ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ বৈকারী, কুশখালি, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির সদস্যরা বৈকারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, কুশখালি বিওপির সদস্যরা শ্মশানঘাট এলাকা থেকে ২২ হাজার ৫০০ টাকার ভারতীয় পান্স মদ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা দুটি পৃথক দল গেড়াখালি ও আমতলা এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়া উপজেলার ওয়ারী থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, মাদরা বিওপির সদস্যরা মাঠপাড়া আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং হিজলদী বিওপির সদস্যরা ফকিরপাড়া তালসারি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য ৮ লাখ ৩৭ হাজার টাকা।
বিজিবি মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি জানান, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় মাদক ও বিভিন্ন ধরনের মালামাল বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। উদ্ধারকৃত মাদক ও মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে ।

