বন বিভাগের অভিযানে ৭৫ বস্তা জোঙড়া-ঝিনুকসহ ট্রলার জব্দ, আটক ১
ইসমাইল হোসেন, শ্যামনগর: সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হকের নির্দেশনায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টাফ এবং সিপিজি সদস্যদের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জোঙড়া ও ঝিনুক জব্দ করা হয়েছে। এসময় একটি ট্রলারসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম কাওসার সরদার (৪৮)। তিনি শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শ্যামনগর উপজেলার পাতাখালি অঞ্চল হতে একটি ট্রলার তল্লাশি করে ৭৫ বস্তা (প্রায় এক হাজার কেজি) সুন্দরবনের জোঙড়া ও ঝিনুকসহ ট্রলারের চালককে আটক করে বন বিভাগ।
এছাড়া একই দিন রাত ১০টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের অধীন মহসিনের হুলো এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ৮ বস্তা জোঙড়া ও ঝিনুক উদ্ধার করা হয়।
পরদিন বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল হকের নেতৃত্বে বুড়িগোয়ালিনী স্টেশন স্টাফ ও সিপিজি সদস্যদের উপস্থিতিতে জব্দকৃত মোট ১৬০০ কেজি জোঙড়া-ঝিনুক নদীতে অবমুক্ত করা হয়।
এ ঘটনায় আটক ট্রলারটি জব্দ এবং চালকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

