নির্বাচন, আইন–শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও তারেক হাসান
প্রেস বিজ্ঞপ্তি: পাটকেলঘাটা প্রেসক্লাবের প্রতিনিধিদলের সাথে বুধবার সকাল ১১টায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবাগত তালা উপজেলার কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাসান।
সাক্ষাৎকালে ইউএনও তারেক হাসান বলেন, আগামী দিনের নির্বাচনকে শান্তিপূর্ণ রাখা, সার্বিক আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে সর্বাত্মক কাজ করবো। এ বিষয়ে সাংবাদিক সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দকে তথ্য–উপাত্তের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান এবং উপজেলা উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেসক্লাবের আহবায়ক হাসানুর রহমান হাসান, সদস্য সচিব আল আমিন, সদস্য নামজুল ইসলাম মাহী, হুমায়ুন আহমেদ, আব্দুস সালাম, রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
সাক্ষাৎ শেষে ইউএনও মো. তারেক হাসান সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

