‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ে তথ্য অফিসের নারী সমাবেশ
স্টাফ রিপোর্টার: ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের হলরুমে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুদ্দোজা। কলেজের অধ্যক্ষ এ.আর.এম. মোবাশে^রুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ ওবাইদুল্লাহ এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক লুৎফুন নাহার বিথী। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সার্বিক নির্দেশনায় সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ ও শিক্ষার্থী প্রতিনিধিরা।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান তাসফিয়া ম্যাডমের সঞ্চালনায় নারী সমাবেশে বক্তাগণ তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে উন্নত, সমৃদ্ধ, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপাচার রোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং স্বাস্থ্য-সামাজিক সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপস্থিত শিক্ষার্থী ও অতিথিরা বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নিয়ে সমাবেশকে সফল করে তোলেন।

