কালিগঞ্জসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

কালিগঞ্জের নলতায় সড়ক ও জনপথ বিভাগের জমিতে উচ্ছেদ অভিযান

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকালে সওজের উদ্যোগে এ অভিযান শুরু হয়।

অবৈধভাবে নির্মিত স্থাপনা দীর্ঘদিন ধরে সওজের মালিকানাধীন ভূমি দখল করে রাখা হয়েছিল এমন অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভ্রাম্যমাণ অভিযানে অংশ নেন। অভিযানের সময় বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয় এবং দখলকারীদের সরিয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা। তারা জানান, সরকারি স্থাপনা ও রাস্তাঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান চলবে। পাশাপাশি দখলকারীদের সতর্ক করে বলা হয় সওজের জমিতে নতুন করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের অনেকেই উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দখলমুক্ত হওয়ার ফলে সড়কের পাশের ঝুঁকি কমবে এবং যান চলাচল আরও স্বাভাবিক হবে। অভিযানের সার্বিক পরিস্থিতি পুলিশের সহায়তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *