আল মক্কা ড্রিংকিং ওয়াটার সাপ্লায়ারকে ৩০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি কলেজ বড় এলাকার আল মক্কা ড্রিংকিং ওয়াটার সাপ্লায়ারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন না থাকা, কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ এবং পানিতে ব্যবহৃত কেমিক্যালের মাত্রা সঠিক না থাকার কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য, আনসার বাহিনীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার জানান, জনস্বার্থে খাদ্য ও পানি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

