সাতক্ষীরা জেলা মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা মহিলা দলের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল পাঁচটায় সাতক্ষীরা পৌর পার্ক অডিটোরিয়ামে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, পৌর কমিটির সভাপতি উম্মে কুলসুম, সাধারণ সম্পাদক জোহরা আক্তার, সদর উপজেলা মহিলা দলের সভাপতি আনজু আরা, মৌমি কুইন সাথী, ফাতেমা খাতুন, শামসুন্নাহার, মনোয়ারা খাতুন, হাফিজা খাতুন, মুসলিমা খাতুন, সেলিনা খাতুনসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

