বেগম জিয়ার পরিপূর্ণ সুস্থ হয়ে ক্ষমতায় দেখতে চান- দোয়া অনুষ্ঠানে কাজী আলাউদ্দিন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে মৌতলা ইউনিয়ন বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদ্রাসার মুহতামিম আতিকুর রহমান সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন।
এসময়ে আলোচনা করেন মৌতলা জামে মসজিদের ইমাম কারী মোঃ আরিফুল ইসলাম, মাওঃ আমানউল্লাহ, হাফেজ আব্দুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন, হাফেজ আবু রায়হান প্রমূখ। উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সহ সভাপতি কাজী ঈমামউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আকুল, সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবীর পলাশ প্রমুখ। সর্বশেষে অনুষ্ঠানে কান্না জড়িতকন্ঠে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র মনোনীত ধানেরশীষ এর প্রার্থী কাজী আলাউদ্দিন। দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপিসহ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহন করেন।

