কালিগঞ্জকৃষিসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে লিডার্স’র পক্ষ থেকে কৃষকদের মাঝে লবণ সহনশীল বীজ ও জৈব সার বিতরণ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর উদ্যোগে কৃষকদের মাঝে লবণ সহনশীল ধানবীজ, সবজির বীজ ও জৈব সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টার সময়ে লিডার্স প্রকল্প অফিস প্রাঙ্গণে উপজেলার ২০০ জন কৃষক-কৃষানীর মাঝে ব্রী-৯৯ ও ব্রী-১০২ জাতের ধানবীজ, ৪০ কেজি জৈব সার, সূর্যমুখী ১ কেজি, মুগডাল, মশুরী এবং বিটা-ক্যারোটিন সমৃদ্ধ মিষ্টি আলুর কাটিং বিতরণ করা হয়।

লিডার্স-এর কল ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ ফজলুর রহমান। সঞ্চালনা করেন এগ্রিকালচার অ্যান্ড নিউট্রিশন অফিসার মোঃ বুলবুল হোসাইন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাত কুমার তরফদার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, কালিগঞ্জ,মিস আলেয়া খাতুন, প্যানেল চেয়ারম্যান, ভাড়াশিমলা ইউনিয়ন,দেবাশিষ ঘোষ, ইউপি সদস্য, মথুরেশপুর ইউনিয়ন,শাহিন মাহমুদ, প্রকল্প সমন্বয়কারী, লিডার্স ইউথ কল প্রকল্প সুব্রত কুমার গাইন, প্রজেক্ট অফিসার, লিডার্স।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কৃষি ব্যবস্থা আজ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে। কৃষিকে টিকিয়ে রাখতে হলে জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির বিকল্প নেই। লিডার্স ও গেইন বাংলাদেশের আর্থিক সহায়তায় যে কল বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে, এগুলো ব্যবহার করলে কৃষকরা ভালো ফলন পাবেন এবং আর্থিকভাবে আরও সমৃদ্ধ হবেন বলে আশা ব্যক্ত করেন তারা।অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *