শিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা “নো ওয়ার্ক” কর্মসূচি পালিত করেছে । সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

৪ দফা কমর্সুচীর মধ্যে বলা হয়। ১. পৃথক অধিদপ্তরে শিক্ষকদের এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে ৪ (চার) স্তরবিশিষ্ট পদসোপন ২. বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড প্রদান,৩. দীর্ঘদিন প্রমোশন বঞ্চিত যোগ্য শিক্ষকগণের দ্রুত প্রমোশনের ব্যবস্থা করা ৪. অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার জন্য অ্যাডভান্সড ইনক্রিমেন্ট আগের মতো বহাল রাখতে হবে।

কর্মবিরতিতে শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে এনক্যাডারমেন্ট, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, অগ্রিম ইনক্রিমেন্ট ও পদোন্নতির মতো ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হয়ে আসছে। এসব অবহেলার প্রতিবাদেই তারা ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছেন। আজকের পরে যদি আমাদের দাবী মানতে গড়মসি করা হলে আগামীতে বৃহৎ কর্মসূচি গ্রহন করা হবে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রবিউল ইসলাম, শফিউল ইসলাম, সুলতানা পারভীন, শেখ তাজুর রহমান, মোস্তফা মনিরুজ্জামানসহ অদ্য শতাধিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *