সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিস চত্বরে হতে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে এক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ ইসমাত জাহান সুমনা, ডাঃ রাশেদ উদ্দিন মৃধা প্রমুখ। এসময় মুক্ত আকাশ বাংলাদেশ এর সেন্টার ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, কনসোডিয়াম ঢাকা আহছানিয়া মিশন ও বাস্তবায়ন সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক অফ বাংলাদেশ এর রাহেলা আক্তার (আউটলেট ইনচার্জ) সাবিহা সুলতানা (pow) জোছনা খাতুন( pow)সহ বিভিন্ন পর্যায়ের এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

