সাতক্ষীরায় প্রতিবন্ধী ভ্যানচালকের ভ্যান চুরি
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় সরকারি কলেজেরর মসজিদের সামনে থেকে প্রতিবন্ধী ভ্যানচালকের ব্যাটারি চালিত ভ্যান চুরি হয়েছে। ১ ডিসেম্বর সোমবার দুপুরের দিকে সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম (৪২) সাতক্ষীরা থানায় দেওয়া অভিযোগে বলেন, প্রতিদিনের মতো তিনি ভ্যান নিয়ে শহরে কাজ করছিলেন। দুপুরের দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে বইয়ের কার্টুন বহন করতে চান। ভাড়ায় যেতে রাজি হলে তাঁদের একজন তাঁকে সঙ্গে নিয়ে সরু রাস্তায় ভেতরে নিয়ে যান। আরেকজন ভ্যানের পাশে দাঁড়িয়ে তালা না মারতে বলেন।
সিরাজুল বলেন, ‘একপর্যায়ে আমার দৃষ্টি আড়াল হলে তারা ভ্যান নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে দেখি ভ্যান নেই। অনেক খুঁজেছি, পাইনি।’
চুরি হওয়া ভ্যানটির দাম প্রায় ৭০ হাজার টাকা বলে জানান তিনি। কলেজ মসজিদের সিসি ক্যামেরার ফুটেজ দেখলে ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব বলে তার দাবি।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

