ধুলিহরে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত দাউদ আলী দফাদারের পুত্র আনিছুর রহমান(৫০)এর বিরুদ্ধে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রীকে মারপিট করার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
লিখিত এজাহার সুত্রে জানা গেছে, দরবাস্তিয়া গ্রামের আইয়ুব আলীর কন্যা জবেদা খাতুন(৪২) কে গত ইং ২১ নভেম্বর তার স্বামী আনিসুর রহমান ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার সহোদর ভাই মিজানুর রহমান ও রেবেকা খাতুনের সহযোগিতায় মারধর ও জখম করে।
পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে জবেদা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন। এব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান- এঘটনায় এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করা হবে।

