তালার ইউএনও দীপা রাণী সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
শাহিন বিশ্বাস: তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রাণী সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে পাটকেলঘাটা ভূমি অফিস মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনও দীপা রাণী সরকার সাংবাদিকদের মাঝে সম্মাননা হিসেবে কলম ও কাপ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলা নাগরিক কমিটির সভাপতি কাজী আব্দুল আলিম, প্রধান সহকারী আব্দুল হাই, উপজেলা সচিব মোঃ মিজারুল হোসেন, তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন- মঞ্জুরা বেগম, মোঃ জহিরুল হোসেন, তারক চন্দ্র মণ্ডল, মোঃ ইকবাল জামান, গাজী হেলালউদ্দিন, মোঃ সিদ্দিকুল্লাহ, মোঃ মিজারুল রহমান, মোঃ আব্দুস রহমান, অন্নি হালদার ও আর্জি মনিরুল রশিদ।
এছাড়া অফিস সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কবিরুল ইসলাম, মোঃ নজিব উদ্দিন, নীর ইকবাল হোসেন জুয়েল, দিবস কুমার হালদার, মোঃ আমিরুল ও শাহানারা খাতুন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ইউএনও দীপা রাণী সরকারের কর্মময় কার্যকাল, প্রশাসনিক দক্ষতা এবং মানবিক নেতৃত্বের প্রশংসা করেন। উপস্থিত সবাই তাঁর সুস্থতা ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।

