শিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

স্টাফ রিপোর্টার: মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে সরকারী – বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রবিবার সকাল ৯ টা হতে বেলা ১১ টা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সদর হাসপাতাল চত্বরে কর্মবিরতিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ মোঃ আব্দুর রহমান, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট গোলাম কিবরিয়া, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রব্বুল হাসান, এসডি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট শামীম হোসেন, মাথাতাব উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকের মেডিকেল টেকনোলজিস্ট লুৎফুর রহমান মুন্না, আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকের ল্যাব ইনচার্জ তুষার, আসাদুজ্জামান, , মেডিকেল টেকনোলজিস্ট নাজমুল হোসেন প্রমুখ।

এসম বক্তারা বলেন, বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীরা দশম গ্রেড হলেও শুধুমাত্র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা ১১ গ্রেড রয়ে গেছে। এই দশম গ্রেড তাদের দাবি নয় এটি তাদের অধিকার।

বক্তারা আরো বলেন, আজকের দিনে ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হচ্ছে। আমাদের দাবী বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। দাবী মানতে তালবাহান করা হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস ও ৪ ডিসেম্বর কমপ্লিট শার্টডাউন পালন করা হবে বলে হুশিয়ারী দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *