বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাতক্ষীরা শহর ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা নিউ মার্কেট সংলগ্ন নোঙ্গর একাডেমির হলরুমে আয়োজন করা এ অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের বিভিন্ন ইউনিট থেকে ছত্রদল, যুবদল ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে-দলে উপস্থিত হয়ে মিলনমেলায় পরিণত করে।
শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবু সাঈদ, সাতক্ষীরা শহর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ এবং সাতক্ষীরা দিবা-নৈশ্য কলেজ ছাত্রদল সদস্য সচিব তামিম রশিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চারবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কোটি মানুষ উদ্বিগ্ন। তাই দেশমাতৃকার সুস্থতার জন্য দোয়া করা প্রতিটি ভক্ত-সমর্থকের নৈতিক দায়িত্ব। তারা খালেদা জিয়ার সম্পূর্ণ আরোগ্য কামনা করেন এবং দেশের মানুষের প্রতি ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কোরাইশ, ইমদাদুল হক বাবু, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদল আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদল নেতা নাফিজ আহমেদ, শহর ছাত্রদল আহবায়ক সদস্য আরিফুল ইসলাম, পৌর ৪নং ওয়ার্ড যুবদল নেতা ফিরোজ হোসেন, পৌর ২নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাদিম হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক আসলাম হোসেন, পৌর ৩নং ওয়ার্ড ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি আবির হাসানসহ শহর ও বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য ছাত্রদল নেতাকর্মী।
দোয়া মাহফিলে কোরআন তিলাওয়াত, মিলাদ, দরুদ পাঠ ও ফাতেহা পাঠ এবং বেগম জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সমগ্র দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফী।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

