আশাশুনিকালিগঞ্জজাতীয়তালারাজনীতিসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

জামায়াত বরাবরই বিএনপির সাথে বিশ্বাসঘাতা করেছে- কাজী আলাউদ্দিন

স্টাফ রিপোর্টার: আশাশুনির বুধহাটায় ধানের শীষের নির্বাচনী জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য- সাতক্ষীরা-০৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন বলেছেন একাত্তরের পর থেকে জামায়াত বরাবরই বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু প্রত্যেকবারই সে বিশ্বাসঘাতকতার কোন প্রতিশোধ নেয়নি বিএনপি।

রোববার বিকালে বুধহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধহাটা করিম সুপার মার্কেটে মাঠে নির্বাচনী জনসভা কাজি আলাউদ্দীন এসব কথা বলেন।

জনসভায় বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো: মামুন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ শওকত হোসেন, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমূখ।

এ সময় কাজী আলাউদ্দিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে এই বুধহাটায় একটি মিনি স্টেডিয়াম করে দিব। বুধহাটা বালিকা উচ্চ বিদ্যালয় একতলা ভবনকে চারতলা ভবনে রূপান্তরিত করব।

এখানকার শিক্ষা প্রতিষ্ঠানকে অভূতপূর্ণ উন্নয়ন করব। সুপেয় পানির ব্যবস্থা করব, এবং বাংলাদেশের মধ্যে আশাশুনি উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করব। জনসভার শেষ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *