কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ছয় লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করেছে বিজিবি। শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানটি পরিচালনা করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কাকডাঙ্গা, মাদরা এবং হিজলদী বিওপির টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৪ ও ৫ আরবি এলাকার কেরাগাছি ও গেড়াখালি সীমান্ত থেকে ৪,০২,৫০০ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে।
এদিকে মাদরা বিওপির বিশেষ টহলদল মেইন পিলার ১৩/৩ এস এর ৭ ও ৮ আরবি পয়েন্টের দক্ষিণ কালি বাড়ি ও চান্দা পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
অন্যদিকে সুলতানপুর বিওপির একটি দল মেইন পিলার ১৩/৩ এস এর ১৪ আরবি সংলগ্ন হিজলদী আমবাগান এলাকা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, মোট জব্দকৃত মালামালের মূল্য ৬,১২,৫০০ (ছয় লক্ষ বারো হাজার পাঁচশ’ টাকা)।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল ভারত থেকে দেশে পাচার করছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা।
স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযানকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

