ভোটে বুঝিয়ে দেবেন সাতক্ষীরা জামায়াতের ঘাঁটি নাকি ধানের শীষের ঘাঁটি”— বিএনপি প্রার্থী আব্দুর রউফ
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসন (সাতক্ষীরা সদর–দেবহাটা) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ বলেছেন, “আপনারা জনগণ ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবেন সাতক্ষীরা জামায়াতের ঘাঁটি, না ধানের শীষের ঘাঁটি, না তারেক রহমানের ঘাঁটি। শুধু বক্তৃতা শুনলে হবে না—মাঠে গিয়ে কাজ করতে হবে।”
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে সাতানী ভাদড়া এন্ড কলেজ মাঠে সদর উপজেলার ঘোনা, বৈকারী, কুশখালী, বাঁশদহা, আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়নের ধানের শীষের নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
আব্দুর রউফ বলেন, “মানুষ নানা কারণে জেদ করে, কিন্তু যে জেদ করলে উন্নতি হয় সেই জেদ ভালো। যে জেদ করলে ক্ষতি হবে সেই জেদ দরকার নেই। তবে একটি জেদ করতে হবে—ধানের শীষে কাজ করে বিজয়ী করার জেদ। সাতক্ষীরা যদি জামায়াতের ঘাঁটি থাকে, আমরা সেটিকে বিএনপির ধানের শীষের ঘাঁটিতে পরিণত করবো—তখন আমাদের সম্মান বাড়বে।”
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন,আজকে ইসলামের কথা বলে জামায়াত আলারা, কিন্তু আমল ঠিক না থাকলে এসব ব্যাখ্যার কোনো মূল্য নেই। মিথ্যা কথা বলে বেহেশত পাওয়া যায় না। হিংসাই পতনের মূল। আমরা এখানে প্রোগ্রাম করছি, সকালে দেখলাম কোথাও জামায়াতের ব্যানার ছিল না—এখন তারা ব্যানার লাগাচ্ছে। আমাদের কর্মীদের বলবো, কারো সাথে কোনো হিংসা বা গণ্ডগোল করবেন না। আল্লাহ ধৈর্যশীল বান্দাকে পছন্দ করেন।”
তিনি আরও বলেন, যারা ভয় পায়, তারাই সংঘর্ষ করতে চায়। আপনারা কেউ গণ্ডগোল করবেন না। আমি যদি ধৈর্য ধরতে পারি, আপনারাও পারবেন। তারা যদি পোস্টার নামিয়ে দেয়, তাতে সমস্যা নেই। শেষ পর্যন্ত বিজয় আমাদেরই হবে—ইনশাল্লাহ। আপনারা দায়িত্ব ঠিকভাবে পালন করলে বিজয় নিশ্চিত।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অসীম কুমার মণ্ডল ।
এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
জনসভায় জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল, যুবদল, কৃষকদল, তাঁতীদল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ–সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য প্রভাষক মো. আতাউর রহমান।

