কালিগঞ্জের সমাজসেবক ও ক্রীড়া সংগঠক অসীম কুমার রায়ের মৃত্যু
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের সুপরিচিত সমাজসেবক ও ক্রীড়া সংগঠক অসীম কুমার রায় আর নেই।
আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত তাকে সাতক্ষীরায় নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
অসীম কুমার রায় দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ড, মানবিক সহযোগিতা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারে বাবা, মা, স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে রেখে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।
স্থানীয়দের মতে, অসীম কুমার রায়ের মৃত্যুতে সমাজ হারিয়েছে এক নিবেদিতপ্রাণ সংগঠক ও মানবিক মানুষকে। বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠন তাঁর প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

