সাতক্ষীরার ভাদড়ায় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ’র নির্বাচনী সমাবেশ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের ভাদড়ায় ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে সাতানী ভাদড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের কড়া সমালোচনা করে বলেন, আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে সাতক্ষীরা সদরে ধানের শীষের পক্ষে জোয়ার উঠেছে। ধানের শীষের বিজয় নিশ্চিত। পরিবর্তনের জন্য জনগণ প্রস্তুত, এবার ভোটের মাধ্যমেই জবাব দেবে সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দীর্ঘদিনের অবহেলিত এলাকার উন্নয়ন ফেরাতে ধানের শীষই জনগণের একমাত্র আশা। সাতক্ষীরা সদর আসন দাঁড়িপাল্লার ঘাটি না। এটি ধানের শীষের ঘাঁটি সেটি আজ প্রমাণিত। আর দ্বিতীয়বার প্রমানিত হবে ভোটের দিন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, বিএনপি নেতা তরিকুল হাসান, সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হবি, আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, যুবনেতা শেখ শরিফুজ্জামান সজিব, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, যুবদল নেতা আলী শাহিন, নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান বিএম আব্দুর রাইহান। সমগ্র সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান।

