ঝিকরগাছায় পাকা ধানে দুর্বৃত্তের আগুন; দরিদ্র কৃষকের আহাজারি
হাসানূল কবীর: যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে দরিদ্র কৃষকের স্বপ্নের ফসল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতে এই নিষ্ঠুর অমানবিক কর্মকাণ্ডে লিপ্ত হয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত কৃষক রাজু পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। জীবিকার পাশাপাশি তিনি অন্যের ১০ কাঠা জমি বন্ধক নিয়ে ধান চাষ করেছিলেন। পাকা ধান কেটে শুকানোর জন্য মাঠে রেখেছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন ধরিয়ে দিলে সব ধান পুড়ে ভস্ম হয়ে যায়।
কৃষক রাজু দুঃখ ভারাক্রান্ত মনে বলেন, আমরা স্বামী-স্ত্রী অনেক কায়িক পরিশ্রম করে ধান চাষাবাদ করেছিলাম। কিন্তু কে বা কারা আমার কাটা ধানে আগুন দিয়েছে জানিনা, তবে আমার ক্ষতি করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে আগুন দিয়েছে
রাজুর স্ত্রী জানান, অনেক কষ্ট করে কোন দিনমজুর না নিয়ে নিজেরাই ধান চাষ করি। সেই উদ্বৃত্ত থাকা দিনমজুরের টাকা দিয়ে আমার সন্তানদের লেখাপড়ার খরচ জোগায়।
স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে কেউ প্রতিহিংসামুলক এই অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে।
ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

