কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত,ও সনদ বিতরণ
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ১০ দিনব্যাপী ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৬ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কার্যক্রমে ৪০ জন পুরুষ ও ২৪ জন নারী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)অনুজা মন্ডল।
সভাপতিত্ব করেন দক্ষিণ শ্রীপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী।প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা আনসার ও ভিডিপির পরিশিক্ষিকা শরিফা খাতুন, ইউনিয়ন দল নেতা প্লাবন বিশ্বাস,দল নেত্রী আসমা খাতুন।প্রধান অতিথির বক্তব্যে অনুজা মন্ডল বলেন ভবিষ্যতে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে ভিডিপি’র এই মৌলিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধিতে আপনাদের অংশগ্রহণ আগামীতে আরও কাজে লাগবে।

