সাতক্ষীরার সীমান্ত থেকে ৫০ বোতল ভারতীয় মদসহ সাড়ে ৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার সীমান্ত থেকে বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ প্রায় ৬ লাখ ৩৭ হাজার টাকার বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করেছে। বুধবার (২৬ নভেম্বর) ৩৩ বিজিবির ভোমরা, বাঁকাল চেকপোস্ট, বৈকারী, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ টহল দল মেইন পিলার ৩/২-এস সংলগ্ন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে। বাঁকাল চেকপোস্ট এলাকায় তল্লাশির মাধ্যমে ২২ বোতল ভারতীয় আতর, ঝুমকা কানের দুল, সিটিগোল্ড, বি-টেক্স মলমসহ ১০,৮০০ টাকার মালামাল আটক করা হয়।
বৈকারী, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির পৃথক অভিযানে সীমান্তবর্তী অঞ্চল থেকে ভারতীয় শাড়ি, ওষুধ, কসমেটিকসসহ বেশ কয়েক প্রকার মালামাল উদ্ধার করা হয়- যার মধ্যে কাকডাঙ্গা বিওপি ৫০ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ ওষুধসহ ১ লাখ ৩৫ হাজার টাকার পণ্য জব্দ করে। চান্দুরিয়া বিওপির বিশেষ দল গোয়ালপাড়া মাঠ এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে।
সব মিলিয়ে বুধবারের এসব অভিযানে বিজিবি মোট ৬,৩৭,৪০০ টাকা মূল্যের চোরাচালানী মাদক, ওষুধ, শাড়ি, কসমেটিকস ও অন্যান্য পণ্য উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবির ভাষ্য, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য এনে দেশের অভ্যন্তরে পাচার করে। এতে একদিকে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

