কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব তিনদিনব্যাপী প্রশিক্ষণ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: যুব সমাজকে দ্বন্দ্ব নিরসন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ব্যবহার, সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে দক্ষ করে গড়ে তুলতে কালিগঞ্জে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এ তিন দিন উপজেলার সুশীলন প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এবং বাংলাদেশস্থ কানাডা হাইকমিশনের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা হাই কমিশনের পলিটিক্যাল অফিসার মিস্টার বানিয়ার আরকান্ড ফিলিপ।

তিনি বলেন, যুবরাই সমাজ পরিবর্তনের চালিকাশক্তি। তাঁদের সক্রিয়, সচেতন ও ইতিবাচক ভূমিকাই পারে সহিংসতা, বিদ্বেষ ও বিভেদ দূর করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাডা হাইকমিশনের পলিটিক্যাল এ্যাডভাইজার নেছার আহমেদ।

রূপান্তরের প্রজেক্ট কো অডিনেটর গাজী মফিজুর রহমান বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সমাজে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি ও দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি দ্বন্দ্ব নিরসনে গঠনমূলক ভূমিকা রাখবেন।প্রশিক্ষণ প্রদান করেন ট্রেনার খালিদ লামি ও সুমিত শাহারিয়ার।

তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৪টি ইউনিয়নের ৩০ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করেন।বক্তারা আরও বলেন, “আজকের এই প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং তা মাঠপর্যায়ে বাস্তবায়নের অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *