অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলাসারাবাংলাস্বাস্থ্য

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালি ও আলোচনা সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: আমিষেই শক্তি, আমিষেই মুক্তি-দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি ,এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর-২৫) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে’র সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু,, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওসার তুহিন,বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার, দৈনিক দৃষ্টিপাত ব্যুরো ডাঃ শরিফুল ইসলাম হোসেন,শিমুল হোসেন ফজলুল হক, আব্দুল করিম তাপস কুমার ঘোষ শের আলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও খামারী ডা. শেখ শফিকুল ইসলাম বাবু,এছাড়াও উপস্থিত ছিলেন খামারি প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে অনুজা মণ্ডল বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এ খাতে যুব সমাজকে উৎসাহিত করতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতেও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রদর্শনী স্থানীয় খামারিদের অনুপ্রাণিত করবে এবং সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করবে। এতে প্রাণিসম্পদের উৎপাদন বাড়বে, পাশাপাশি কর্মসংস্থানেরও নতুন সুযোগ সৃষ্টি হবে।

প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা একে একে সব স্টল পরিদর্শন করেন। তবে আয়োজনটি সফল হলেও খামারিদের অংশগ্রহণ প্রত্যাশার তুলনায় কম ছিল, যা আয়োজকদের কাছে মোটেও সন্তোষজনক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *