তালাদেবহাটারাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার মানুষ উন্নয়ন ও পরিবর্তন চায় বলেই ধানের শীষে ভোট দেবে-নির্বাচনী অফিস উদ্বোধনকালে আব্দুর রউফ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা–২ আসনে (সাতক্ষীরা সদর–দেবহাটা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফ বলেছেন- সাতক্ষীরার মানুষ উন্নয়ন ও পরিবর্তন চায় বলেই ধানের শীষে ভোট দেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা বাঁশদহা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এএইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনার জন্য এ কার্যালয় উদ্বোধন করা হয়।

অফিস উদ্বোধনকালে আব্দুর রউফ বলেন, আমি আল্লাহর অশেষ রহমতে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেয়েছি। সাতক্ষীরার মানুষ বহুদিন ধরে উন্নয়ন বঞ্চিত। তারা পরিবর্তন চায়, উন্নয়ন চায়—সেই কারণেই সবাই ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে সাতক্ষীরা-২ আসনে আমার প্রতি জনগণের বিপুল সমর্থন রয়েছে। আমি সারা জীবন মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের জন্যই কাজ করতে চাই।

তিনি আরও বলেন, জনগণ পরিবর্তনের বার্তা স্পষ্ট করে দিয়েছে। এবার আর কেউ ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না, কারণ মানুষ নিজের উন্নয়ন চায়, নিজের ভবিষ্যৎ চায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশদহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার শাহিনুর রহমান, রেউই বাজার কমিটির সভাপতি ইন্তাজ আলী প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ সমগ্র উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *