সাতক্ষীরায় বিপুল পরিমান ভারতীয় মদ, সিরাপ ও ঔষধসহ অন্যান্য চোরাচালানী পন্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে আবারও বড় ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। সোমবার (২৫ নভেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন বিওপি এলাকাসহ সীমান্তবর্তী গ্রামগুলো থেকে ৬০ বোতল ভারতীয় মদ, ১৩৮ বোতল নেশাজাতীয় সিরাপসহ মোট ৫,৮৩,২০০ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়।
বিজিবির একাধিক বিশেষ আভিযানিক দল পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় টানা অভিযান চালায়। এসব অভিযানে জরুরি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে ভারতীয় ঔষধ, শাড়ি, নেশাজাতীয় সিরাপ ও মদ আটক করা হয়।
বিজিবির পদ্মশাখরা বিওপি: দাসপাড়া এলাকা থেকে ১৩৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (মূল্য ৫৫,২০০ টাকা)
ভোমরা বিওপি: টাওয়ারমোড় এলাকা থেকে ২১,০০০ টাকার ভারতীয় শাড়ি ,
গাজীপুর বিওপি: আলীর ঘের এলাকা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ,
তলুইগাছা বিওপি: কেড়াগাছি বাঁশবাগান এলাকা থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ,
কাকডাঙ্গা বিওপি: ভাদিয়ালী এলাকা থেকে ৬০,০০০ টাকার ভারতীয় ‘পানস’ মদ ,
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প: তুজুলপুর এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ,
মাদরা বিওপি: দক্ষিণ ভাদিয়ালী এলাকা থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ,
হিজলদী বিওপি: শিশুতলা আমবাগান এলাকা থেকে ৩০,০০০ টাকার ভারতীয় মদ,
চান্দুরিয়া বিওপি: কাদপুর আমবাগান এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ,
বিজিবি জানায়, এসব চোরাচালানী মালামাল মূলত ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি নেশাজাতীয় সিরাপ ও মদ তরুণ সমাজকে বিপথগামী করছে।
বিজিবি জানিয়েছে- জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং মাদক–চোরাচালান দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।

