অনলাইনসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভ=

স্টাফ রিপোর্টার: ‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের সামনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং স্থানীয় সহযোগী সংগঠনসমূহের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্বদেশ সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় বাস্তবায়নাধীন ‘এনগেজ নাউ’ প্রকল্পের অংশ হিসেবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। এছাড়া সাতক্ষীরার বিভিন্ন সমাজসেবামূলক ও উন্নয়ন সংগঠনের প্রধান, প্রতিনিধি, যুব প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, সাতক্ষীরায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। এ ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। তারা প্রত্যাশা করে বলেন- নারীর নিরাপত্তা, ন্যায়বিচার ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বদেশ সংস্থার প্রধান নির্বাহী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, যুব উন্নয়ন অধিদপ্তরের এডি এসমতারা বেগম, ব্রেকিং দ্য সাইলেন্সের আঃ মান্নান, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, নবদিগন্তের পরিচালক বজলুল হুদা, প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি আশিক বিল্লাহ ও আবুল কালাম, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা, যুব প্রতিনিধি হৃদয় মণ্ডল, নারী ফুটবল খেলোয়াড় উর্মি খাতুন ও হাসনা হেনা প্রমুখ।

পরে মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে নারী ও কন্যা শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা ও আইনি সহায়তা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *