অনলাইনখেলাধূলাতালাসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ‘এসো দেশ বদলাই -পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

এ সময় তিনি বলেন- খেলায় জয় পরাজয় আছে। পরাজয় খেলাধুলার একটি অংশ। জাতিকে সুস্থ সবল রাখতে মাদক, মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা বিকল্প নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মুকিত হাসান খাঁন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, মুহা: জিল্লুর রহমান, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, ডিআই ওয়ান মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. আলতাপ হোসেন প্রমুখ।

আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় সাতক্ষীরা সিটি কলেজ বনাম ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *