কালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জ এম খাতুন স্কুলের অভিভাবক প্রতিনিধি হলেন সাংবাদিক ফজলুল হক

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জন্য স্লিপ (School Level Improvement Plan) প্রণয়ন টিম গঠন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন এলাকার সুপরিচিত পিটিএ মনোনীত সদস্য সাংবাদিক ফজলুল হক।

টিমের সভাপতি হিসেবে থাকছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার। অন্যান্য সদস্যদের মধ্যে আছেন এসএমসির মনোনীত সদস্য সহকারী শিক্ষিকা কণিকা সরকার, সর্বোচ্চ অনুদানকারী ও শিক্ষা অনুরাগী রিক্তা খানম এবং নারী শিক্ষা অফিস মনোনীত সদস্য সচিব সহকারী শিক্ষিকা নাজমুন্নাহার।

সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের টেকসই উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ গড়ে তুলতে স্লিপ টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা জানান, আগামী শিক্ষাবর্ষে একাডেমিক উন্নয়ন, অবকাঠামো সংস্কার, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি ও গুণগত শিক্ষাব্যবস্থা জোরদারে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও অভিভাবক শিক্ষক সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই হবে টিমের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *