অনলাইনঅপরাধকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মোটরসাইকেল চোরচক্রের সদস্য শাহিন গ্রে/ফ/তার

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ আন্ত জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য শাহিন আলমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জের মোহাম্মদ মিজানুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় থানা পুলিশের একটি চৌকস টিম এবং সেনাবাহিনীর সদস্যরা।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহিন আলম (৩৬) কে আটক করা হয়। সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের ছেলে।

অভিযানের সময় আটক শাহিনের নিকট থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, আটক শাহিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সোমবার (২৪ নভেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *