অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের বাজারগ্রামে উচ্ছেদ বন্ধে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছেন কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম মৌজার চার শতাধিক হতদরিদ্র পরিবার। চলমান উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত করে দীর্ঘদিনের বসতভিটা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, বাজারগ্রাম মৌজার (জে.এল নং-৪২) জমি ১৯৬২ সালে এসএ খতিয়ানে স্থানীয়দের নামে নিবন্ধিত থাকলেও ১৯৬৪–৬৫ সালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর উক্ত জমি অধিগ্রহণ করে; তবে কোনো ক্ষতিপূরণ প্রদান করেনি বলে দাবি করেন তারা। মাঠ জরিপে (৩০ ধারা সেটেলমেন্ট) অনেকের নাম রেকর্ড হওয়া সত্ত্বেও চূড়ান্ত বি.আর.এস খতিয়ানে কিছু পরিবার নাম না পাওয়ায় বিষয়টি বর্তমানে দেওয়ানী মামলা নং ৮৬/২২ হিসেবে আদালতে বিচারাধীন রয়েছে। এলাকাবাসীর দাবি, ওই জমিতে তাদের পূর্বপুরুষসহ প্রায় ১১০ বছর ধরে শান্তিপূর্ণ ভাবে চার শতাধিক পরিবার বসবাস করে আসছে। এলাকার স্কুল–কলেজের পরীক্ষার সময় এবং অসহায় পরিবারগুলোর বিকল্প আশ্রয় না থাকায় আকস্মিক উচ্ছেদ তাদের জীবনে চরম সংকট সৃষ্টি করবে বলে স্বারকলিপিতে উল্লেখ করা হয়। এলাকাবাসী জানান, সওজ ১৯৬৫ সাল থেকে এত বছর জমি দখল বা উচ্ছেদের উদ্যোগ নেয়নি, কিন্তু সম্প্রতি হঠাৎ মাইকিং করে উচ্ছেদের ঘোষণা দেওয়া হওয়ায় ভয়–আতঙ্ক দেখা দেয়।

স্বারকলিপিতে তারা দাবি করেন, আমরা উন্নয়ন চাই, সড়ক চাই-কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জমি নিয়ে বসতভিটা ধ্বংস নয়।

তাদের আরও অনুরোধ, চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে উচ্ছেদ না করে সড়ক নির্মাণের জন্য যতটুকু জমি প্রয়োজন ততটুকুই গ্রহণ করা হোক। এলাকাবাসীর ভাষ্য, ওই স্থানে তাদের পূর্বপুরুষদের কবরও রয়েছে, যা উচ্ছেদের ফলে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের পক্ষ থেকে স্বারকলিপি জমা দেন ইদ্রীস আলী। স্বারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে-মন্ত্রী পরিষদ সচিব, সওজের প্রধান প্রকৌশলী সাতক্ষীরা সওজ নির্বাহী প্রকৌশলী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এর নিকট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *