সাতক্ষীরা সীমান্ত থেকে ৩ লাখ ৬০ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
স্টাফ রিপোর্টা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকার মদ, ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির টহল দলগুলো এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি-র বিশেষ আভিযানিক দল মেইন পিলার ২/৬ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোষপাড়া এলাকা থেকে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। কুশখালী বিওপি-র দল শ্মশানঘাট এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়া কাকডাঙ্গা বিওপি-র দুটি পৃথক অভিযানে কলারোয়ার গেড়াখালী ও কেড়াগাছি এলাকা থেকে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় শাড়ি ও মদ জব্দ করা হয়।
মাদরা বিওপি-র দল রাজপুর এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে। হিজলদী বিওপি শিশুতলা বরইবাগান এলাকা থেকে আরও ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে এসব মালামাল পাচার করে শুল্ককর ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। এতে দেশের রাজস্ব বঞ্চিত হওয়ার পাশাপাশি দেশীয় শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জব্দকৃত সব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
স্থানীয়রা মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়ে বিজিবিকে ধন্যবাদ জানান এবং এমন অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।

