ঝাউডাঙ্গা কলেজে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ’র মতবিনিময়
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে ঝাউডাঙ্গা কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রের হাইকমান্ড সাতক্ষীরা-২ আসনের অবস্থা বিবেচনা করে বিচক্ষণতার সাথে অনেক যাচাই বাছাই করে আমাকে যোগ্য মনে করেছে বলেই দলীয় মনোনয়ন দিয়েছেন। সকলের সহযোগিতা পেলে সাতক্ষীরা-২ আসনে অবশ্যই ধানের শীষের বিজয়ী হবে ইনশাল্লাহ। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আপনাদের কাছে জাতির অনেক চাওয়া পাওয়া আছে। আমি সাতক্ষীরা-২আসনে নির্বাচিত হলে আপনাদের চাওয়া পাওয়া পুরণসহ শিক্ষার মান উন্নয়নে নিবেদীত প্রাণ হয়ে কাজ করবো।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীমন্ত আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজ গভর্ণিং বডির সভাপতি আমজাদ হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রানা, ঝাউডাঙ্গা কলেজের সহকারি অধ্যাপক আনারুল ইসলাম প্রমুখ।
এসময় ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক, দলীয়-কর্মী সমর্থক ও ইউনিয়ন এিনপিরর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

