কালিগঞ্জে সড়ক ও জনপদের জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: রাস্তার কাজে বাধা নয়’ সড়ক ও জনপদ বিভাগের অপ্রয়োজনীয় জমিতে বসবাসকারী ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে বসবাসকারী শত, শত ভূমিহীন নারী ,পুরুষ, সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার(২৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কের ফুলতলা মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচির আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক পরিদক্ষন করে তারা স্লোগান দিতে থাকে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন চাই ভূমিহীনদের উচ্ছেদ নয় উচ্ছেদ নয় এই স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে। বিক্ষোভ শেষে মানববন্ধন কর্মসূচিতে ভূমিহীন ছাড়াও রাজনৈতিক ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন ১৯৬৪ সালে সড়ক ও জনপদ বিভাগ রাস্তার কাজে কালীগঞ্জ বাস টার্মিনাল থেকে ফুলতলা পর্যন্ত শতাধিক বিঘার বেশি জমি হুকুম দখল করে অধিকগ্রহণ করে। অধিগ্রহণকৃত জমিতে রাস্তা নির্মাণের পরে অতিরিক্ত জমিতে আস্তে আস্তে এলাকার ভূমিহীনরা বাড়ি ঘর তৈরি করে বসবাস করে আসলেও সড়ক ও জনপদ বিভাগ কোন বাধা বা কিছু বলেনি। সেই থেকে শত, শত ভূমিহীন পরিবার পরিজন নিয়ে বাড়ি নির্মাণ করে তারা বসবাস করে আসছে। বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের রাস্তা নির্মাণের জন্য তাদেরকে পুনর্বাসন না করে উচ্ছেদের জন্য চেষ্টা চালানো হচ্ছে। তাদের দাবি রাস্তা নির্মাণে কোন বাধা নয়, উন্নয়নমূলক কাজ এগিয়ে যাক কিন্তু অপ্রয়োজনীয় জায়গায় বসবাসকারী শতশত ভূমিহীন নারী ,পুরুষকে পুনর্বাসন না করে যেন তাদের উচ্ছেদ না করা হয়। এই দাবিতেই তারা আন্দোলন বিক্ষোভ, মানবন্ধন কর্মসূচি পালন করে আসছে।
এছাড়াও বক্তারা বলেন, ভূমিহীনদের দাবির সঙ্গে যে সমস্ত রাজনৈতিক সংগঠন তাদের সাহায্যে এগিয়ে না আসলে সেই দলকে তারা ভোট না দেওয়ার হুঁশিয়ারি দেন। সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে বসবাসকারী ভূমিহীন ছাড়াও স্থানীয় ব্যবসায়ীদেরকেও আগামী ২৮ নভেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনার অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে। অপরদিকে এর মধ্যে অবৈধ বসবাসকারী নিজ নিজ উদ্যোগে অপসারিত না হলে আগামী ৪ ডিসেম্বর থেকে প্রশাসনিকভাবে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে অপসারণে বাধ্য করা হবে।
রবিবারের মানববন্ধন কর্মসূচিতে ভূমিহীন নেতা আব্দুল আলীমের সভাপতিতে এবং মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূমিহীন নেত্রী কহিনুর বেগম, জোসনা বেগম, মরিয়ম খাতুন, হোসনে আরা বেগম কামরুজ্জামান বাবু, শমসের আলী, মমিন আলী, ছাড়াও ভূমিহীনদের সাথে একাত্ব ঘোষণা করে বক্তব্য রাখেন ব্যবসায়ী সরদার আফসার উদ্দিন, সাহেব আলী, সরদার কাওতালি প্রমূখ। দাবি না মানলে আগামীকাল অর্থাৎ সোমবারও ভূমিহীনদের একাত্ব ঘোষণা করেসঙ্গে ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনগুলো সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের ডাক দিয়েছে।

