অনলাইনঅপরাধআইন আদালতশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে স্বর্নালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের গোবিন্দপুরে পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে করে ১০ লাখ টাকার স্বর্নালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি (গোবিন্দপুর) এলাকার ফারুক হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফারুক হোসেনের স্ত্রী আসমা খাতুন ওরফে খুকুমনি (৪০), ছেলে ফয়সাল হোসেন (২৫) এবং ভাগ্নে তৌফিক (৯) বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ফারুক হোসেনের শ্যালক এবং তৌফিকের পিতা আবজাল হোসেন বলেন, দোতলার সিঁড়ির ঘরের দরজা দিয়ে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে দুর্বৃত্তরা। আমার ভাগ্নে ফয়সাল হোসেনের আগামী শুক্রবার বিয়ে উপলক্ষে কনের জন্য কেনা স্বর্নালংকার, শাড়ি ও আনুষাঙ্গিক জিনিসপত্র কেনা হয়েছিলো। এসব জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ডাকাতি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সকলে বর্তমানে সুস্থ আছেন এমনটা জানিয়েছেন তিনি।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা বলেন, ঘটনা শোনামাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ইতোমধ্যে তারা তথ্য উদঘাটনের কাজ করছেন। যথোপযুক্ত প্রমাণাদি পেলেই দোষীদের বিরুদ্ধে আইনানানুগ প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে ভূক্তভোগী পরিবার এখনও কোন লিখিত অভিযোগ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *