কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরাণী মাদ্রাসার অভিভাবক ও সূধী সমাবেশ
ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জের মুকুন্দ মধুসূদনপুর (বটতলা) ইকরা তালিমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ এবং শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বেলা ১২ টায় নূরানী মাদ্রাসার হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতি এম হাফিজুর রহমান শিমুল সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দীন।
উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, কৃষ্ণনগর বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান হাসান, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার নুর ইসলাম গাজী সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, অধ্যাপক আজিজুর রহমান, চৌমুনী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনোয়ারুল হক, সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল কাদের হেলালী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মনজুর লুতফর রহমান, সাবেক ইউপি সদস্য শেখ রুহুল আমিন, মাওলানা মাছুম বিল্লাহ, মাওলানা শাকির আহমেদ, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান ময়না, বিষ্ণুপুর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবদল নেতা শেখ আব্দুল করিম ও আমিনুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, তালিমুল কুরআন মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি শেখ শহর আলী, সেক্রেটারি ইজ্জত আলী, সহ-সভাপতি আকবর আলি মোড়ল ও ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক প্রমুখ। উপস্থিত ছিলেন প্রায় ৪শতাধিক অভিভাবক, সুধী, সাংবাদিক ও সকল শ্রেনী পেশার মানুষ। এসময়ে মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ১৯জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

