সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন বিজিবি-৩৩। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) ভোর রাত থেকে সকাল পর্যন্ত বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এলাকাজুড়ে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির টহল দল মেইন পিলার ৭/৪১ এস থেকে ১৫০ গজ ভেতরে বৈকারী কাপালিপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। একইভাবে তলুইগাছা বিওপির দল শালবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ টহল মেইন পিলার ১৩/৩ এস এর ৫ আরবি পয়েন্টের কাছাকাছি গেড়াখালি এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
মাদরা বিওপির দল মাঠপাড়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।
সুলতানপুর বিওপি আমবাগান এলাকা থেকে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা উদ্ধার করে।
অন্যদিকে, চান্দুরিয়া বিওপির আভিযানিক দল গোয়ালপাড়া বরইবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।
বিজিবি জানায়, এসব মালামাল চোরাকারবারীরা শুল্কফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনতে চেষ্টা করছিল। নিয়মিত এমন চোরাচালান দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে এবং রাষ্ট্র রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
জব্দকৃত সমস্ত মালামাল যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

