অনলাইনকৃষিসদরসাতক্ষীরা জেলা

সরবরাহ বাড়ায় সাতক্ষীরায় কমেছে পেঁয়াজের দাম

স্টাফ রিপোর্টার: পাইকারী বাজারে সরবরাহ বাড়ায় সাতক্ষীরার বাজারে কমেছে পেঁয়াজের দাম। গত তিনদিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত। সুলতানপুর বড়বাজারের আড়তদাররা বলছেন, দাম না কমলে সরকারের পক্ষ থেকে আমদানির অনুমতি দিতে পারে এমন ঘোষণার পর কৃষকেরা আতঙ্কিত হয়ে পেঁয়াজ দাম কমিয়ে দিয়েছেন। বাজারে এখন যে পরিমাণ দেশি পেঁয়াজ আছে, আমদানির অনুমতি না দিলেও সমস্যা হবে না। এর মধ্যে কয়েকদিন পরে আবার কৃষকের ঘরে নতুন পেঁয়াজ উঠবে। তাই দাম বাড়ার আশঙ্কা নেই।

শুক্রবার সকালে শহরের কদমতলা বাজারের পেঁয়াজের পাইকারী ব্যবসায়ী আব্দুল মমিন বলেন, চারদিন আগেও বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় যে মূল্যে বিক্রি হয়েছিল তা এখন অনেক কমে গেছে। কেজি প্রতি ১০/১১ টাকা কমে বিক্রি হচ্ছে।

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের পাইকারী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বর্তমানে মান ভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে বস্তা ভর্তি কেজিতে ৯৩ টাকা এবং ঢেলে বিক্রি হচ্ছে ৯৪ থেকে ৯৫ টাকা। এছাড়া মেহেপুরের মোটা পেঁয়াজ বস্তা ভর্তি প্রতি কেজি ৯১ ও ঢেলে বিক্রি হচ্ছে ৯২ টাকা কেজি দরে। গত সপ্তাহে এসব পেঁয়াজ বিক্রি হয়েছে ১০৫ থেকে ১০৭ টাকায়। বর্তমানে এসব পেঁয়াজ আসছে ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ি ও মেহেরপুর থেকে।

আড়তদার বাসুদেব সাহা বলেন, দাম বাড়ায় অনেক কৃষক ও ব্যবসায়ী আরো দাম পাওয়ার আশায় পেঁয়াজ মজুত করে রেখেছিল। যে কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু বয়স হয়ে যাওয়ায় এসব পেঁয়াজে এখন গজ বের হতে শুরু করেছে। তাছাড়া সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে ঘোষণা দেওয়ায় লোকসানের শঙ্কায় কৃষক ও ব্যবসায়ীরা তাদের মজুত রাখা পেঁয়াজ বাজারে ছাড়তে শুরু করেছে। যেকারণে সরবরাহ বাড়ায় মাত্র ৩/৪ দিনের ব্যবধানে দাম কেজিতে ১০ থেকে ১২ টাকা কমেছে। দাম আরও কমে যাবে বলে জানান তিনি।

সুলতানপুর বড় বাজার মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল বলেন, সরবরাহ কম থাকায় চাহিদাও কম ছিলএবং আমদানির ঘোষনার কারণে পাইকারিতে বাজার একটু কমেছে। সপ্তাহের শুরু থেকে বাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজ আসছে। সে হিসেবে ক্রেতা তেমন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *