অনলাইনআশাশুনিকালিগঞ্জতালারাজনীতিসাতক্ষীরা জেলাসারাবাংলা

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে: কাজী আলাউদ্দিন

ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী মো. আলাউদ্দিন বলেছেন- সকল ভেদাভেদ ভুলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১ দফার আলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত ফুটবল মাঠের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল আলম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সিনিঃসহ সভাপতি কাজী ইমামউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল- মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল গাজী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি সাপুঁই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ যুগ্ন আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, সাবেক সদস্য সচিব মাহমুদ হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনিয়ার রহমান গনি, সাবেক আহ্বায়ক এনামুল হক, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাবেক সদস্য সচিব আবুল কালাম, নলতা ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মাষ্টার শাহীনুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম, উপজেলা যুবদলের সিনি.যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃরোকনুজ্জামান, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সেক্রেটারী শোকর আলী ও তরুন দলের প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার ১২ টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। এসময়ে ধানের শীষ প্রেমীদের পদভারে মুখরিত হয়ে উঠে রতনপুরের ফুটবল ময়দান। এসময়ে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী আলাউদ্দিনকে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার উদাত্ত আহবান জানানো হয়।

সাতক্ষীরা-০৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছেন এ সুযোগ কেউ না হারিয়ে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন।

তিনি আরো বলেন, গত ৩ তারিখে আমি দলীয় নমিনেশন পাওয়ার পর থেকে কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার অলিগলিতে ঘুরেছি, লিফলেট বিতরণ করেছি। নির্বাচনী সমাবেশ করে চলেছি, নেতা কর্মীরা আমার সাথে দিন রাত পরিশ্রম করছে, ভোটারদের বাড়ি- বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *