জুলাই শহীদ স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে বিএনআর যুব সংঘ বিজয়ী
স্টাফ রিপোর্টার: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে খলিলনগর ফুটবল মাঠে যুব সংঘের আয়োজনে খলিলনগর বিএনআর যুব সংঘের সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-২আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ্য রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন আমি সব সময় আপনাদের সুখে-দু:খে পাশে ছিলাম। আমি ২০০০ সালের বন্যার সময় খৈতলা বেড়িবাঁধ রক্ষা করতে এই এলাকার মানুষের পাশে ছিলাম। ফ্যাসিস্ট সরকারের আমলে যখন আমার একমাত্র ছেলে গুম হয়ে যায় সেসময় আমি তার স্মরণে জনগণের সেবার উদ্দেশ্য ফ্রি এ্যাম্বুলেন্স চালু করেছিলাম। আমি আগামীতেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা ভাজন হওয়ার কারণে অনেক বিচার বিচক্ষণ করে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, সদর থানা যুব দলের সভাপতি গোলাম সরোয়ার, বৈকারী ইউনিয়ন জামায়াতের আমির মো. জালাল উদ্দিন, বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মো. তজিবার রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় কামালনগর যুব সংঘ বনাম খলিলনগর বিএনআর যুব সংঘ। খেলায় কামালনগর যুব সংঘকে টাইবেকারে ৭/৮ গোলে পরাজিত করে খলিল নগর বিএনআর যুব সংঘ জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় দলীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদীউজ্জামান বাদশা।

