কালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলে মা সমাবেশ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলে বর্ণাঢ্য আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় প্রিপারেটরী স্কুলে মাঠে প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর লুতফর রহমানের সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বক্তব্যে তিনি বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা এবং শ্রদ্ধাবোধ, জীবনে সফলতার চাবিকাঠি। নিজের স্বপ্নকে বড় করো, কঠোর পরিশ্রম করো, একদিন তোমরাই দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে।

বিশেষ অতিথর বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম। দারুল উলূম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনারুল ইসলাম, কালিগঞ্জ কলেজের অধ্যাপক (অবঃ) আলহাজ্ব আজিজুর রহমান, প্রভাষক নুরুল আমিন মোড়ল, ইউপি সদস্যা লাইলী পারভীন, ম্যানেজিং কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম সরদার, চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব বিশ্বাস, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, অভিভাবক সদস্য শ্মশান কুমার সরদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এ অনুষ্ঠানের মধ্যদিয়ে ২৯ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

মা সমাবেশে উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক, ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *