অপরাধকলারোয়াসদর

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২০ বোতল মদসহ সাড়ে ১৪ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ সাড়ে ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকায় মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনব্যাপী এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তজুড়ে পৃথকভাবে একাধিক আভিযানিক দল কাজ করে। অভিযানে ভারতীয় ঔষধ, শাড়ি, শার্টের পিস, কসমেটিকস সামগ্রী এবং মদসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়।

ভোমরা বিওপি: লক্ষীদাড়ি ও ঘোষপাড়া এলাকা থেকে ৬,৯৫,৭০০ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি। বাঁকাল চেকপোস্ট: তল্লাশিতে ৪২,৫০০ টাকার ভারতীয় শাড়ি, শার্ট পিস, কসমেটিকস ও ঔষধ। কালিয়ানী বিওপি: ছয়ঘরিয়া এলাকা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ। কুশখালী বিওপি: একই এলাকা ছয়ঘরিয়া থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ। কাকডাঙ্গা বিওপি: গেড়াখালী ও কেড়াগাছি এলাকা থেকে ৪,১০,০০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ। ঝাউডাঙ্গা ক্যাম্প: তুজুলপুর এলাকা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ। মাদরা বিওপি: ভাদীয়ালী কালভার্ট এলাকা থেকে ৩০,০০০ টাকার ভারতীয় ২০ বোতল মদ।

মোট জব্দকৃত মালামালের মূল্য ১৪,৫৮,২০০ টাকা (চৌদ্দ লক্ষ আটান্ন হাজার দুইশত টাকা)।

বিজিবি আরও জানায়, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করে আসছিল। এ ধরনের অবৈধ চোরাচালান দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে এবং রাষ্ট্রীয় রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে।

উদ্ধারকৃত সমস্ত মালামাল যথাযথ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *